সালমান খানের বাগানবাড়ির মূল্য কত!

বলিউড সুপারস্টার সালমান খানের প্যানভেলের বাগানবাড়িটি প্রায়ই খবরে আসে। লকডাউনে সময় কাটানো, জন্মদিন পালন কিংবা সাপের কামড়ের খবরের কারণে এই বাগানবাড়ি আবার আলোচনায়।

ভারতের মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সালমান খানের এই বাগানবাড়িটি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই বাগানবাড়ির মূল্য ৮০ কোটি রুপিরও বেশি।

বলিউড ভাইজানের এই বাগানবাড়িতে ৩টি বাংলো, সুইমিং পুল, জিমসহ অনেক কিছু আছে। ঘোড়দৌড়ের ব্যবস্থার পাশাপাশি সেখানে রয়েছে ৫টি ঘোড়া।

ভারতে প্রথম লকডাউন ঘোষণার পর অধিকাংশ সময় প্যানভেলের বাগানবাড়িতেই কাটিয়েছেন সালমান। বছরের অন্যান্য সময়েও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে সেখানে যান সালমান খান।
Comments