১১ বছর পর বলিউডে ফিরছেন ফারদিন খান

বলিউড অভিনেতা ফারদিন খান ১১ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০১০ সালে তাকে 'দুলহা মিল গায়া' সিনেমাতে দেখা গিয়েছিল।
সঞ্জয় গুপ্তার আগামী সিনেমা 'ভিসফোট'-এ অভিনয় করবেন ফারদিন খান। এতে আরেক বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকেও দেখা যাবে।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদনে বিষয়টি বলা হয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, 'ভিসফোট' ভেনিজুয়েলার চলচ্চিত্র 'রক, পেপার, সিসর্স'-এর (২০১২) অফিসিয়াল রিমেক। ফারদিন এবং রীতেশ সর্বশেষ 'হে বেবি' সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন। ১৪ বছরের ব্যবধানে তারা আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।
সঞ্জয় গুপ্তা বলেন, আমি সত্যিই আনন্দিত যে- ফারদিন এবং রীতেশ এই বিশেষ প্রকল্পের জন্য একত্রিত হচ্ছেন।
ফারদিন সম্প্রতি তার শারীরিক অবস্থার পরিবর্তন নিয়ে খবরের শিরোনামে ছিলেন। কাস্টিং ডিরেক্টর মুকেশ চাব্বরার অফিসের বাইরে তাকে দেখা গিয়েছিল। তখন হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারদিন বলেছিলেন, তিনি ছবি ভাইরাল হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না এবং মানুষ বিষয়টিকে এভাবে গ্রহণ করবে তা তিনি বুঝে উঠতে পারেননি।
ফারদিন আরও বলেছিলেন, সেখানে উষ্ণ অভ্যর্থনা পেয়ে ভালো লাগছিল। আমি জানতাম না সেখানে একজন ফটোগ্রাফারও ছিল। মানুষের উদারতা আমার ভালো লেগেছে। কেউ যখন বিরতি নেন এবং পুনরায় ফিরে আসার চেষ্টা করেন- বিশেষ করে যখন শিল্পে অনেক কিছুর পরিবর্তন হয়, তখন ফিরে আসাটা কঠিন। তবে, এ ধরনের প্রতিক্রিয়া বিষয়টিকে কিছুটা হলেও সহজ করে তোলে। এটা ভালো লেগেছে যে মানুষ এখনো আমার প্রতি আগ্রহী এবং আমাকে ভুলে যায়নি।
ফারদিন খান ১৯৯৮ সালে 'প্রেম এগেইন' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর 'পেয়ার তুনে কিয়া কিয়া', 'ওম জয় জগদীশ', 'নো এন্ট্রি' এবং 'ভূত'-এর মতো কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছিলেন।
Comments