২৩ বছরের স্মৃতি শেয়ার করলেন করন জোহর

বলিউডের দর্শকপ্রিয় সিনেমা 'কুছ কুছ হোতা হ্যায়' মুক্তি পেয়েছিল ২৩ বছর আগে। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, রানী মুখার্জী এবং একটি বিশেষ চরিত্রে সালমান খান।
সিনেমাটির পরিচালক করন জোহর 'কুছ কুছ হোতা হ্যায়'র একটি কোলাজ ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে স্মৃতিকাতর হয়ে লিখেছেন, 'ভালোবাসা, বন্ধুত্ব ও এক ঝাঁক স্মৃতির ২৩ বছর। প্রথমবার ক্যামেরার পিছনে ছিলাম। আর সেই যে সিনেমার প্রতি অদম্য ভালোবাসা তৈরি হল, তা আজও আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে চলেছে। আন্তরিক কৃতজ্ঞতা যারা আমার সঙ্গে ছিলেন। ২৩ বছর ধরে এই গল্পকে ভালোবাসা দিয়ে চলেছেন।'
১৯৯৮ সালের ১৬ অক্টোবর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন পরিচালক করন জোহর। এই সিনেমায় অনেক সংলাপ সেই সময়ের তরুণদের মাঝে জনপ্রিয় হয়। এমনকি আজও নানান সময় শুনতে পাওয়া যায় সিনেমাটির বিভিন্ন সংলাপ। বন্ধুত্ব, বিচ্ছেদ, ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি।
Comments