'বড় মনের মানুষ ছিলেন কে এস ফিরোজ'

টেলিভিশন নাটক-সিনেমা-মঞ্চের খ্যাতিমান অভিনেতা খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ (কে এস ফিরোজ)। পাঁচশ'র বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। আজ ৯ সেপ্টেম্বর তার চলে যাওয়ার এক বছর হলো।
কে এস ফিরোজ অভিনীত প্রথম টিভি নাটকের নাম- 'দীপ তবুও জ্বলে'। নাটকটি প্রচারিত হয়েছিল ১৯৬৮ সালে। জিয়া আনসারি প্রযোজিত তার অভিনীত নাটক 'প্রতিশ্রুতি' ব্যাপক সাড়া ফেলে। এছাড়া 'জ্বোনাকি জ্বলে' ধারাবাহিক নাটকটিও তার অভিনয় জীবনের আলোচিত একটি নাটক।
তিনি ঢাকার মঞ্চে টানা কয়েক দশক সরব ছিলেন। থিয়েটার আরামবাগ এর সাবেক সভাপতিও ছিলেন তিনি। থিয়েটার আরামবাগ এর হয়ে তার অভিনীত নাটকগুলো হচ্ছে- 'সাতঘাটের কানাকড়ি', 'কিং লিয়ার', 'রাক্ষুসি'। 'কিংলিয়ার' নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন।
তার অভিনীত প্রথম সিনেমা 'লাওয়ারিশ'। এ ছাড়া, 'চন্দ্রগ্রহণ', 'বৃহন্নলা', 'বাঁশি', 'শঙ্খনাদ' তার অভিনীত প্রশংসিত কয়েকটি সিনেমা।
কে এস ফিরোজ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নাট্যজন মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কে এস ফিরোজ নেই –এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়। তারপরও প্রকৃতির নিয়মে সবাইকে এক সময় চলে যেতে হবে। সবাই একদিন চলে যাবো। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। এক সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি।'
'তার সবচে বড় গুণ ছিল একজন ভালো মানুষ ছিলেন। বড় হৃদয়ের মানুষ ছিলেন। অসংখ্য সুখকর স্মৃতি রয়েছে তার সঙ্গে। সেসব স্মৃতি কোনোদিনও ভুলবার নয়। স্টেজে তার কাজ দেখেছি। অসাধারণ অভিনয় করতেন। দর্শকরা মুগ্ধ হয়ে তার অভিনয় দেখতো,' বলেন তিনি।
অভিনেতা কে এস ফিরোজ অভিনয় শিল্পের বাইরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭৭ সালে মেজর পদ থেকে অব্যাহতি নেন এই গুণী শিল্পী।
২০২০ সালের ৯ সেপ্টেম্বর-আজকের দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
Comments