মধুচন্দ্রিমায় মালদ্বীপে মিম

ভালোবাসা দিবসের ঠিক পরেরদিন মধুচন্দ্রিমা করতে মালদ্বীপে গেলেন বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দার। বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল তাদের। পরিবারের কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় তা বাতিল করা হয়েছিল।
আজ মঙ্গলবার সকালে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিম দম্পতি।

বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টারকে জানান, 'আমাদের মধুচন্দ্রিমার পরিকল্পনা বিয়ের পরেই ছিল। কিন্তু, করোনায় ২ পরিবারের কয়েকজন আক্রান্ত হওয়ার কারণে যেতে পারেনি। তাই এখন যাচ্ছি। মালদ্বীপে যাবার কারণ হলো অনেক দেশ ঘুরলেও এই দেশে আমার যাওয়া হয়নি। সেজন্য মধুচন্দ্রিমার জন্য এই দেশটাকে বেছে নিয়েছি।'

তিনি আরও বলেন, 'আমার আর সনির প্রেম, বিয়ে হওয়ার পর একসঙ্গে দেশের বাইরে যাওয়া। ভালোবাসার মানুষের সঙ্গে ৪ দিন কাটাবো এটা আমার জীবনের জন্য বড় একটা প্রাপ্তি।'
বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দার গত ৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন। তার আগে ১০ নভেম্বর মিমের জন্মদিনে ঢাকার একটি ৫ তারকা হোটেলে তাদের বাগদান হয়।
Comments