শুটিংয়ে ফিরছেন মাহিয়া মাহি

ওমরাহ পালন করতে গত নভেম্বরে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি দেশে ফেরার পর আবারও অভিনয়ে মনোযোগী হচ্ছেন তিনি।
আগামী ১৭ ডিসেম্বর থেকে চয়নিকা চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় 'কাগজের বিয়ে' নামের একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। এর গল্প লিখেছেন কমল চৌধুরী।
সৌদি আরবে থাকার সময় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহি ও নায়ক ইমনের পুরনো একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হয়। তবে সেই ঘটনার রেশ কাটিয়ে উঠেছেন মাহি-ইমন দুজনেই। 'কাগজের বিয়ে'তে মাহির সঙ্গে অভিনয় করছেন ইমনও।
পরিচালক চয়নিকা চৌধুরী আজ বুধবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওয়েব ফিল্ম কাগজের বিয়ের শুটিং শুরু করতে যাচ্ছি। এই ওয়েব ফিল্মে মাহিয়া মাহি, ডি এ তায়েব ও ইমন অভিনয় করবেন। ১৭ ডিসেম্বর থেকে ঢাকার আশপাশেই এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হবে।'
Comments