সর্বোচ্চ ভোট নায়ক ফেরদৌসের

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস৷ তিনি কার্যকরী সদস্য পদে ২৪০ ভোট পেয়েছেন। অসুস্থতা, শুটিং ও ব্যবসায়িক ব্যস্ততা মিলিয়ে গত ২৫ জানুয়ারি থেকে ৩ দিন শিল্পী সমিতির নির্বাচনে সক্রিয় ছিলেন এই অভিনেতা।
ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারের শিল্পী সমিতির নির্বাচনে সবার চোখে মুখে একটা পরিবর্তন দেখেছিলাম। সবাই সেটা করেছে। করোনার দুই বছর তারা আনন্দ করতে পারেনি। নির্বাচনে তাদের সেই উচ্ছ্বাস দেখেছি। শিল্পীদের এতো এতো ভালোবাসায় আমি মুগ্ধ।'
ফেরদৌসের পর সর্বোচ্চ ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে নির্বাচিত আরমান। তিনি পেয়েছেন ২৩২ ভোট। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷
এবারের শিল্পী সমিতির নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান।
Comments