৪ জনের নামে জায়েদ খানের আইনি নোটিশ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানসহ ৪ জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান। এ ছাড়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকেও নোটিশ পাঠানো হয়েছে।
ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশটি গতকাল বৃহস্পতিবার পাঠানো হয়।
আজ শুক্রবার জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনি তফসিল অনুযায়ী, নির্বাচনের পর দিন, অর্থাৎ ২৯ জানুয়ারি বিকেল ৫টার পরে এই আপিল বোর্ডের কোনো মূল্য নেই। আমার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত, যার কোনো আইনগত ভিত্তিও নেই।'
'নির্বাচনের পরের দিন নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করেছেন। সেখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে। সোহান ভাই কীভাবে এটা করেন? আগামীকাল শনিবার তারা একটি সভা ডেকেছে, সেখানে আমাকেও উপস্থিত থাকার কথা জানিয়ে আমার পিয়নের কাছে চিঠি রেখে গেছে', বলেন জায়েদ খান।
নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করেছেন সোহানুর রহমান সোহান।
Comments