৬ বছর পর সিনেমায় মৌটুসী বিশ্বাস

দীর্ঘ প্রায় ৬ বছর পর নতুন সিনেমায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। তার অভিনীত প্রিয় সত্যজিৎ সিনেমার শুটিং শেষ হয়েছে সম্প্রতি।
ঢাকা, কিশোরগঞ্জসহ বেশ কয়েকটি জায়গায় শুটিং করেছেন। সর্বশেষ শুটিং করেছেন কিশোরগঞ্জে সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়িতে।
সিনেমাটি পরিচালনা করছেন প্রসূন রহমান।
দ্য ডেইলি স্টারকে রোববার রাতে মৌটুসী বিশ্বাস বলেন, 'প্রিয় সত্যজিৎ সিনেমায় একজন নির্মাতার চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার মধ্যে দিয়ে প্রায় ৬ বছর পর সিনেমায় ফেরা হলো।'

তিনি আরও বলেন, 'প্রিয় সত্যজিৎ সিনেমার জন্য উপেন্দ্র কিশোর রায়ের বাড়িতেও শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা হয়েছে। অন্যরকম অনুভূতি কাজ করেছে।'
'এই সিনেমায় সত্যজিৎ রায় না থেকেও আছেন,' বলেন তিনি।
সিনেমাটিতে প্রবীণ নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। তরুণ নির্মাতার চরিত্রটি মৌটুসী বিশ্বাসের।
মৌটুসী বিশ্বাস বলেন, 'দর্শকরা আমাকে দেখবেন গল্পের সূত্রধর হিসেবে। শতভাগ ভালোবাসা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। বাকিটুকু মুক্তির পর দেখা যাবে কতটুকু করেছি।'
শুটিং শেষ হওয়ার পর এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে বলে জানান তিনি।
এর আগে সর্বশেষ কৃষ্ণপক্ষ সিনেমায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। হুমায়ুন আহমেদের গল্প থেকে সিনেমাটি পরিচালনা করেন মেহের আফরোজ শাওন।
বেশ কিছুদিন ধরে কোনো নাটকে অভিনয় করছেন না মৌটুসী। কারণ হিসেবে ডেইলি স্টারকে বলেন, 'টেলিভিশনে ভালো গল্প ও ভালো পাণ্ডুলিপির অভাব আছে। ফাঁকি দিয়ে কাজ করতে চাই না।'
তিনি বলেন, 'রেগুলার সিনেমা করার জন্য প্রস্তুত হচ্ছি। মানসিকভাবে তৈরি আছি।'
বর্তমানে খুলনায় গ্রামের বাড়িতে অবস্থান করছেন মৌটুসী বিশ্বাস। সঙ্গে তার মেয়েও আছে সেখানে। প্রিয় সত্যজিৎ সিনেমার শুটিং শেষ করেই শীতের কয়েকটি দিন সেখানে থাকবেন।
'খুব সুন্দর সময় কাটছে নিজের বাড়িতে। আমার মেয়ে খুব আনন্দ করছে। আমিও অনেক মজা করছি,' বলেন তিনি।
Comments