বাবুর সখী সালমা

অভিনেতা ফজলুর রহমান বাবু এবং সংগীত শিল্পী সালমা প্রথমবারের মতো একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন।
'সখী' শিরোনামের গানটির গীতিকার তারেক আনন্দ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
ফজলুর রহমান বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেকের সঙ্গে গান গাইলেও সালমা ও আমি প্রথমবার গান গেয়েছি। খুব ভালো কথার একটি গান এটি।'
সালমা বলেন, 'দক্ষ অভিনেতা বাবু ভাই গানটিও অনেক ভালো গেয়েছেন। দারুণ একটি গান হয়েছে।'
গীতিকার তারেক আনন্দ বলেন, 'দুজনের গায়কীর কথা মাথায় রেখেই গানটি লিখেছি।'
Comments