‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' দিয়ে ফের খুলছে শাপলা টকিজ

৩ মাস বন্ধ থাকার পর রংপুর শহরের সিনেমা হল 'শাপলা টকিজ' খুলছে আগামীকাল শুক্রবার থেকে।
'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' দিয়ে হলটি আবার চালু হচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বুকিং এজেন্ট কামাল হোসেন।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল থেকে ১৫টি সিনেমা হলে চলবে এই সিনেমা।
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী।সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা।
Comments