সংগীত

আসিফ ভাইয়ের অনুপ্রেরণায় গানটা তৈরি: পূজা

সংগীতশিল্পী আসিফ আকবর ও বাঁধন সরকার পূজার কণ্ঠে ‘আমার পৃথিবী তুমি’ আসছে শিগগির। এটি এই জুটির চতুর্থ গান।
আসিফ আকবর ও বাঁধন সরকার পূজা। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আসিফ আকবর ও বাঁধন সরকার পূজার কণ্ঠে 'আমার পৃথিবী তুমি' আসছে শিগগির। এটি এই জুটির চতুর্থ গান।

গানটির সুরকার মোহাম্মদ মিলন, গীতিকার মেহেদী হাসান লিমন এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান।

গানটি নিয়ে বাঁধন সরকার পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি লকডাউনের সময় তৈরি। আসিফ ভাইয়ের অনুপ্রেরণায় মূলত তখন গানটা হয়েছে। তিনি উৎসাহ দিয়ে বলেছিলেন, আমার নিজের চ্যানেলের জন্য বেশি বেশি গান বানানো প্রয়োজন। শুধু কোম্পানির দিকে না তাকিয়ে থেকে নিজের চ্যানেলের জন্য গান করেছি।'

তিনি আরও বলেন, 'আমার চ্যানেলে প্রকাশিত তৃতীয় মৌলিক গান হতে যাচ্ছে "আমার পৃথিবী তুমি"। এর আগের গান দুটি হচ্ছে 'নগদ প্রেম' ও 'পূজার গান'। আশা করছি আগের গানগুলোর মতোই নতুন গানটিও শ্রোতারা পছন্দ করবে।'

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

3h ago