পূজার গানে হৃদয় টানে

একটা সময় বিভিন্ন পূজা মণ্ডপ থেকে মাইকে ভেসে আসতো পূজার গান। পূজায় নতুন গানের অপেক্ষায় থাকতেন শ্রোতারা।
ভারতীয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলোই ছিল পূজার অন্যতম আকর্ষণ। সেই সময়ে পূজার শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া 'আকাশ প্রদীপ জ্বেলে দূরের তারার পানে চেয়ে', 'রঙ্গিলা বাঁশিতে', আশা ভোঁসলের গাওয়া 'কিনে দে রেশমি চুড়ি', কিশোর কুমারের 'একদিন পাখি উড়ে', মান্না দে'র গাওয়া 'ললিতা ওকে আজ চলে যেতে বল না', সন্ধ্যা মুখোপাধ্যায়ের 'ওগো মোর গীতিময়' শিরোনামের গানগুলো।
সেই ধারাবাহিকতায় প্রতিবছর শারদীয় দুর্গোৎসবে নতুন গান প্রকাশিত হয়। এবারের পূজার নতুন গানের মধ্যে রয়েছে দুই বাংলার ১০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে 'জয় দুর্গা মা' শিরোনামের নতুন একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার ঘোষ, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। গানের কথা লিখেছেন কেশব রায় চৌধুরী, সুর ও সংগীতায়োজনে ছিলেন কিশোর দাস।
গানটির বিষয়ে কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দেশের চেয়ে কলকাতায় দুর্গাপূজা নিয়ে প্রতিবছর অনেক বেশি গান প্রকাশিত হয়। এবার দুদেশের শিল্পী মিলে পূজায় একটি গান করেছি। পূজা মানে যে ধরনের গান শ্রোতারা আশা করেন, এটি সেই তাল-লয়ের গান। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।'
কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার কণ্ঠে 'আসছে মা দুর্গা' শিরোনামে পূজার একটি গান প্রকাশিত হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনন্য মামুন।
পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারই প্রথম পূজা নিয়ে গান করেছি। গানটার সঙ্গে জড়িত সবাইকে আমার প্রাণছোঁয়া শুভেচ্ছা। গানটা পূজার দিনগুলোতে সবার হোক এটাই আশা করছি।'
সিঁথি সাহার কণ্ঠে 'গড়েছি মা' শিরোনামের নতুন একটি গান প্রকাশিত হয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
পূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নিল সজীবের কণ্ঠে 'জয় জয় দুর্গা মায়ের জয়' শিরোনামের একটি গান।
'পূজোর ঢাক' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায় ও পুণম প্রিয়াম। গানের কথা লিখেছেন অনুপম চৌধুরী।
'শরৎ প্রভাত' শিরোনামের আরেকটি গান সমরজিৎ রায়ের সঙ্গে গেয়েছেন প্রিয়াংকা গোপ।
পূজা উপলক্ষে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। গানগুলো হলো 'পূজো এবার জমে যাবে', 'মায়ের আগমনী' ও 'জয় দুর্গা মা'।
Comments