মা দিবসে নতুন গান নিয়ে আসছেন ফাহমিদা নবী

এবারের মা দিবসে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা নবী। 'মা' শিরোনামের গানটির মিউজিক ভিডিও ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে।
মায়ের ভূমিকায় মডেল হয়েছেন অভিনয় শিল্পী দিলারা জামান।
ফাহমিদা নবী আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মায়ের তুলনা কারও সঙ্গে হয় না। মা হচ্ছেন সবকিছুর উপরে। মা শব্দটি ছোট্ট, কিন্তু তার গভীরতা ব্যাপক।'
'কাজেই মাকে নিয়ে গান করতে পারাটা ভীষণ আনন্দের ও ভাগ্যের ব্যাপার,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'আমার শ্রোতা ও ভক্তদের বলব মা গানটি বিশেষ গুরুত্ব দিয়ে শুনতে। সেই সঙ্গে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাই এই গান দিয়ে।'
এ দিকে এবারের ঈদ উপলক্ষে ফাহমিদা নবীর দুটি নতুন গান প্রকাশ পেয়েছে তার নিজের ইউটিউব চ্যানেলে।
রোমান্টিক ঘরানার গান দুটির একটির শিরোনাম 'এমন কেন হয়' ও অপরটির 'সমাধি'।
নতুন ২ গানের বিষয়ে ফাহমিদা নবী ডেইলি স্টারকে বলেন, 'ঈদের ২ দিন আগে গান দুটি শ্রোতাদের জন্য ছাড়া হয়েছে। বেশ সাড়া পাচ্ছি সবার কাছ থেকে। আমি মুগ্ধ সবার ভালোবাসায়।'
'ভালো গানের কোনো বিকল্প নেই। ভালো গান সবাইকে টানে,' বলেন ফাহমিদা নবী।
Comments