আবির মাখা দোল পূর্ণিমা আজ

holi-celebration
হিন্দু সম্প্রদায়ের পবিত্র দোল উৎসব আজ সারাদেশে পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। ছবি: প্রবীর দাশ

শুভ দোল পূর্ণিমা আজ। হিন্দু সম্প্রদায়ের জন্য পবিত্র এই উৎসব সারাদেশে পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।

শ্রী কৃষ্ণ ও রাধার স্মরণে হিন্দু ধর্মাম্বলীরা আজ সকাল থেকেই ভীড় জমান বিভিন্ন মন্দিরে। ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী রংয়ে রয়ে রাঙিয়ে দেন একে অপরকে।

দোল পূর্ণিমা স্থানভেদে দোলযাত্রা ও হোলি নামেও পরিচিত। তবে সব জায়গাতেই উৎবের মূল আয়োজনে থাকে আবির মাখানোর রেওয়াজ।

পুরাণ অনুযায়ী বসন্তের এই পূর্ণিমায় বৃন্দাবনে রাধা-কৃষ্ণ পুষ্পরেণু ছড়িয়ে দোল উৎসব উৎযাপন করেছিলেন।

সেই রীতি অনুযায়ী, এই মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহের সামনে রাঙিয়ে তুলেন নিজেদের।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A Public Security Division joint secretary confirmed the matter

2h ago