আরও ১৫ দিন থাকছে ‘সিটিং সার্ভিস’
রাজধানীতে “সিটিং সার্ভিস” বা “গেট লক” বাস সার্ভিস চলবে আরও ১৫ দিন। তবে বাসের ভাড়া নিতে হবে সরকার দেওয়া নির্দেশনা অনুযায়ী।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বাস মালিকদের এক বৈঠক শেষে আজ ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান।
দ্য ডেইলি স্টারকে এনায়েতুল্লাহ বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে।”
আগামী ১৫ দিনের ভেতর “সিটিং সার্ভিস” বাসগুলোকে একটি নিয়মের মধ্যে আনার জন্য একটি যৌথ কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
Comments