আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮
ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এদিকে, কয়েক হাজার লোক বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে।
এ বন্যা পরিস্থিতির উন্নতির তেমন কোন লক্ষণও দেখা যাচ্ছে না বলে বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন।
আসামের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা রাজিব প্রকাশ বড়ুয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, “মৌসুমি বর্ষণ অব্যাহত থাকায় রাজ্যটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে।” তিনি বুধবার সর্বশেষ এ মৃতের সংখ্যা নিশ্চিত করেন।
রাজ্যের প্রধান নগরী গৌহাটি থেকে বড়ুয়া বলেন, গত এপ্রিলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে মৌসুমি বর্ষণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে ১৮ জন মারা গেছেন।
তিনি জানান, গতকাল একজনের মৃত্যু হওয়ায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়। গত সপ্তাহে সেখানে পাঁচজনের মৃত্যু হয়। এদের বেশীর ভাগই বন্যাজনিত কারণে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
সরকারি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত আসামের ১৫টি জেলার ৮৬৩ গ্রামের প্রায় তিন লাখ ৯৫ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
Comments