কলকাতা-ঢাকা রুটে

ঈদুল আজহা উপলক্ষে ৪ দিন বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস

Maitree Express
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর কলকাতা-ঢাকা-কলকাতা রুটের যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর এ চারদিন কলকাতা-ঢাকা-কলকাতা রুটের যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।

ভারতীয় রেলের পূর্ব শাখার মুখ্য জনসংযোগ দফতর থেকে ইমেল বার্তায় এই ঘোষণা দিয়ে বলা হয়, বাতিল কৃত ট্রেনগুলো হচ্ছে ১৩১০৭/১৩১০৮ এবং ১৩১০৯/১৩১১০।

ইমেল বার্তা আরও বলা হয়, ঈদুল-আজহার জন্য ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতাগামী আগামী ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর ১৩১০৭/১৩১০৮ এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে। আর একইভাবে কলকাতা স্টেশন থেকে ঢাকাগামী ১৩১০৯/১৩১১০ এই দুটি ট্রেনও পরের দিন অর্থাৎ ২ এবং ৪ সেপ্টেম্বরের বাতিল করা হয়।

প্রতিবছরই দুটি ঈদেই কলকাতা-ঢাকার মধ্যে নিয়মিত চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ রাখা হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

24m ago