ঈদের বাজারে 'এক্সট্রা ক্রেতা'
নিউমার্কেট, চাঁদনী চক, বসুন্ধরা সিটি, পিঙ্কসিটি মার্কেটগুলোতে সারাবছর কম বেশি জটলা লেগে থাকলেও, ঈদের সময় জটলার অবস্থা হয় জিলাপির প্যাচের মতো | তবে ঈদ মানেই ক্রেতাদের ভিড়, সেটা মাথায় রাখতেই হবে, তবে সবাই কি ক্রেতা? কখনো ভেবেছেন ঈদের বাজারে এতো ভিড় কেন হয়? যারা ঈদের বাজারে যায়, তাদের একটা প্রকারভেদ করা যেতে পারে | যেমন:
১. পকেটমার: চাঁদনীচক হোক, আর হোক শপার্স ওয়ার্ল্ড - সাধু সাবধান | এরা কিন্তু আপনার খুব পশে দিয়ে হেটে যাবে এবং নিমিষেই আপনার বোনাস ভর্তি পার্সটি সরিয়ে ফেলবে | সুন্দর একটা পোশাক পছন্দ করে যেই কিনা পকেটে হাত দিয়েছেন, আপনার মাথায় আকাশ ভেঙে পর্বে - মানিব্যাগ নেই | এরা ততক্ষনে ভেগেছে এবং আপনার কষ্টের টাকায় মনের খায়েস মিটিয়ে বাজার করছে | তাই, ঈদের বাজারে আপনাকে থাকতে হবে সচেতন - টাকা না, ক্যার্ড ব্যবহার করুন |
২. ইভ-টিজার: এরা থাকে দলে দলে - বেশির ভাগ সময় এদের দেখা যায় ৩-৪ জনের একটা গ্রূপ করে ঘুরে বেড়াচ্ছে | তাদের মেইন টার্গেট হলো ঈদ বাজারে মেয়েদের উতক্ত করা | হয়তো আপনি আপনার বান্ধবীদের সাথে গিয়েছেন ঈদের বাজারে, তারা আপনাদের আসে পাশে দিয়েই ঘুরবে এবং পারলে পাস্ দিয়ে হেটে যাবার সময় একটা ধাক্কা দিয়ে যাবে, অকারণেই | এদের থেকেও সাবধান থাকতে হবে | চিৎকার দিন, এরা ভয় পেয়ে নিজেরাই পালাবে |
৩. ঘুরাঘুরি পাবলিক: কিছু মানুষ থাকে যাদের অকারণে মার্কেটে ঘুরতে ভালো লাগে | ঈদের সময় তারা শুধু মার্কেটে মার্কেটে ঘুরে, কিছু কিনুক বা না কিনুক | এদের থেকে তেমন কোনো ভয় নেই, শুধু এদের উপস্থিতির কারণে দরকারের চেয়ে জটলা একটু বেশি লেগে যায়, এই আর কি | অল্প বয়সী প্রেমিক যুগলরা এসব বেশি করে, ভিড়ের মধ্যে কুসুম কুসুম প্রেমটা সেরে নেয় - কারণ এতো ভিড় থাকে যে, ধরা খাবার চান্স তেমন একটা থাকে না | এদের বেশি লক্ষ্য করা যায় বসুন্ধরা সিটির ফুড কোর্টে |
৪. কিছুই পছন্দ হয় না যাদের: এই ক্রেতারা বিরক্তির শিরোমনি | এরা হাজারটা জিনিস দেখে, তারপরে এদের কিছুই পছন্দ হয় না | এক ঘন্টা ধরে এরা একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে, নাড়িয়ে ছাড়িয়ে দেখবে, এবং অতঃপর বলবে "কেমন যেন লাগছে, ভালো লাগছে না |" এদের কারণেও আপনার স্বাছন্দের কেনাকাটায় ব্যাঘাত ঘটে যেতে পারে | ধর্য্য ধরুন | আর নাহলে এদের পাস্ কাটিয়ে অন্য দোকানে চলে যান |
৫. পরোপকারী ক্রেতা: এদের ধর্য্য অনেক | ঠেলাঠেলি, ধাক্কাধাক্কির মধ্যেও এরা স্বাচ্ছন্দে বাজার কোর্টে পারে | প্রতিদিন মার্কেটে যায়, এবং পোটলা নিয়ে ফেরে, তও শেষ হয় না | শুধু নিজের বাজার না, অন্যদের বাজারও নিজ দায়িত্বে এরাই করে | আমি পর পর দুইদিন বসুন্ধরা সিটিতে গিয়েছি, এবং নিজেকে এই ক্যাটেগরির একজন ক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করেছি, কারণ আমাদের জন্যই শেষ পর্যন্ত সাধ্যের মধ্যে শ্রেষ্ট ঈদের কেনাকাটা করা সম্ভব হয় | দামাদামি এবং জ্যাম ঠেলে বাজারে যাবার মধ্যে আমাদের জুড়ি নেই | আমরা সারাদিন এমনকি মাঝরাত অব্দি বাজার করতে পারি | কাজেই অন্যদের আর কষ্ট করতে হয় না |
এছাড়াও আছে বেড়ানো ক্রেতা, টাঙ্কিবাজ ক্রেতা, সেলফি তুলতে মার্কেট আসা ক্রেতা, এবং ঘ্যানঘ্যান ক্রেতার ভিড় | আসলে দেখা যায়, আসল ক্রেতার চেয়ে - এক্সট্রা ক্রেতাই বেশি |
Comments