এইচএসসির ‘ফাঁস করা’ প্রশ্ন সমাধানের সময় শিক্ষিকা আটক

প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকায় আটকদের মধ্যে একজন কলেজ শিক্ষিকা রয়েছেন। ছবি: প্রথম আলোর সৌজন্যে

এইচএসসি পরীক্ষার ‘ফাঁস করা’ প্রশ্ন সমাধান করে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর সময় ঢাকায় আজ দুই জনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন সিফাত জেসমিন ও মেহেদী হাসান। এর মধ্যে সিফাত ঢাকার একটি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষিকা ও মেহেদী তেজগাঁও কলেজের শিক্ষার্থী। প্রশ্নপত্র সমাধানে মেহেদী সিফাতকে সহযোগিতা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মির দ্য ডেইলি স্টারকে বলেন, তারা উদ্ভিদবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন সমাধান করে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার হলে পাঠাচ্ছিলেন। সকাল ১০:১০ মিনিটের দিকে লালমাটিয়ার একটি রেস্টুরেন্ট থেকে সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে।

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো তোফাজ্জল হোসেন তাদের জিজ্ঞসাবাদ করেছেন।

ওসি বলেন, “‘RJ Rahat’ নামের একটি ফেসবুক পেইজ থেকে তারা প্রশ্ন পায়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

30m ago