এক কোটি টাকার বিদেশি মুদ্রাসহ বিমানযাত্রী আটক
বিদেশি মুদ্রাসহ ঢাকায় বিমানবন্দরে একজনকে আটক করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ইউনিট তাকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা অর্থের পরিমাণ প্রায় এক কোটি ২০ লাখ টাকার সমান।
মুদ্রা পাচারের কথা জানতে পেরে, মামুন মিয়াকে (৪১) শুল্ক গোয়েন্দারা আটক করে। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। রাত ২টায় মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়।
মামুনের কাছ থেকে সৌদি রিয়াল, ইউএই দিরহাম, মালয়েশিয়ান রিঙ্গিত, থাই বাথ, ভারতীয় রুপি, ও শ্রীলঙ্কান রুপি পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ২০ লাখ টাকার সমান বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মইনুল খান।
তিনি আরও বলেন, মালয়েশিয়ায় চোরাচালানের জিনিসপত্র কেনার জন্য তিনি ওই বিদেশি মুদ্রা বহন করছিলেন।
Comments