‘এ’ দলে ডাক পেলেন নাদীফ, তবু উপেক্ষিত নাফীস-নাঈম
শাহরিয়ার নাফীস ডাক পাচ্ছেন না, ঘরোয়া ক্রিকেটে রান করেও উপেক্ষিত নাঈম ইসলাম, তুষার ইমরানরা। তবে দশ বছর আগে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলা নাদীফ চৌধুরী ডাক পেয়েছেন ‘এ’ দলের আয়ারল্যান্ডের সিরিজের ওয়ানডে স্কোয়াডে।
আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে খেলবে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। তাতে প্রথম দুই ওয়ানডের দল দিয়েছে বিসিবি। সেখানে থাকা নাদীফ বাংলাদেশের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলেছিলেন বছর দশেক আগে। ২০০৬ সালে অভিষেকের পর ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন তিনি। সুবিধা করতে না পারায় বাদ পড়েন এই ডানহাতি হার্ডহিটার।
নাদীফকে দলে নেওয়া হয়েছে বড় শট খেলার সামর্থ্য বিবেচনায়। সম্প্রতি জাতীয় লিগে ১৬৬ রানের ইনিংসে ছয়টি ছক্কা মারেন নাদীফ। তাতেই সুযোগ নজর কেড়েছেন জাতীয় নির্বাচকদের। নাদীফ ছাড়াও দলে আছেন দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে ফেরা পেসার শুভাশিস রায়। ১৭ অক্টোবর থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ।
বাংলাদেশ ‘এ’ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, আল আমিন, জাকির হাসান, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, তানবীর হায়দার খান, আবুল হাসান রাজু, শুভাশিস রায় চৌধুরী, ইমরান আলি এনাম, মেহেদি হাসান, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি।
Comments