ঐশীর আপিলের রায় যে কোনো দিন

নিজের বাবা-মাকে হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ঐশী রহমানের করা আপিলের শুনানি শেষ হয়েছে।
oishee
আদালতে নেওয়া হচ্ছে ঐশী রহমানকে। ছবি: স্টার ফাইল ফটো

নিজের বাবা-মাকে হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ঐশী রহমানের করা আপিলের শুনানি শেষ হয়েছে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এখন যেকোনো দিন রায় হবে।

২০১৩ সালের ১৬ই আগস্ট চামেলীবাগের নিজের বাসা থেকে সিআইডি পরিদর্শক মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডের পরদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তাঁদের সন্তান ঐশী রহমান।

সেই মামলায় ২০১৫ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঐশীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে, ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে। পরে তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

ওই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী। গত ১২ মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

6h ago