কক্ষপথে একসঙ্গে ১০৪টি ভারতীয় উপগ্রহ

একটি রকেটের মাধ্যমে একসঙ্গে ১০৪টি উপগ্রহ আজ সফলভাবে কক্ষপথে পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ভারত।

দেশটির দক্ষিণাঞ্চলের শ্রীহরিকোট মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) এই উপগ্রহগুলো মহাকাশে পাঠায়।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় উপগ্রহগুলো উৎক্ষেপণের খানিক পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। এক টুইটার বার্তায় মোদি বলেন, “এটি আমাদের মহাকাশ বিজ্ঞানী ও সমগ্র জাতির জন্য একটি আনন্দময় স্মরণীয় ঘটনা। ভারত তার বিজ্ঞানীদের সালাম জানায়।”

এর আগে, একসঙ্গে অনেকগুলো উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়েছিল রাশিয়া।

আইএসআরও-র এক বার্তায় বলা হয়, রকেটটি ঘণ্টায় ২৭ হাজার কিলোমিটার গতিতে ছুটে যায় এবং কক্ষপথে গিয়ে ৩০ মিনিটের মধ্যে ১০৪টি উপগ্রহ সফলভাবে স্থাপন করে।

এই উপগ্রহগুলোর মধ্যে একটির ওজন ছিল ৭১৪ কিলোগ্রাম আর বাকি ১০৩টি ছোট আকৃতির উপগ্রহগুলোর মোট ওজন ছিল ৬৬৪ কিলোগ্রাম।

এই ন্যানো উপগ্রহগুলোর মধ্যে ৯৬টি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বাকিগুলো নেওয়া হয়েছে ইসরাইল, কাজাখস্তান, দ্য নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত থেকে।



Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Iran says not seeking nuclear weapons but will assert 'legitimate rights'

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago