কক্সবাজারে সমুদ্রস্নানে গিয়ে কিশোর নিখোঁজ

ঈদের ছুটিতে কক্সবাজারে সমুদ্রস্নানে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ সকালে সৈকতের সিগাল পয়েন্টে সাগরে গোসল করতে নেমে সে আর ফিরেনি।
কক্সবাজারের সিগাল পয়েন্টে সাগরে নেমে এক কিশোর আজ নিখোঁজ হয়েছে। স্টার ফাইল ফটো

ঈদের ছুটিতে কক্সবাজারে সমুদ্রস্নানে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ সকালে সৈকতের সিগাল পয়েন্টে সাগরে নেমে সে আর ফিরেনি।

নিখোঁজ কিশোরের নাম সুদীপ্ত দে (১৮)। এ বছর ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল ও কলেজ থেকে সে মাধ্যমিক পাশ করেছিল। আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, ধারণা করা হচ্ছে সে সাগরে ভেসে গেছে।

সুদীপ্তের বাবার নাম শীতল চন্দ্র দে। তারা ঢাকার সূত্রাপুরের বাসিন্দা।

কক্সবাজার টুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি রায়হান কাজেমি বলেন, সকাল ৬টার দিকে সুদীপ্ত তার ছয় বন্ধুসহ সাগরে নামে। কিন্তু সাগরের গভীরে চলে যাওয়ায় সে আর উঠে আসতে পারেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ উদ্ধার হয়নি।

 

Click here to read the English version of this news

Comments