কলাবাগানে মালিককে ছুরিকাঘাত করে গাড়ি ছিনতাই

রাজধানীর কলাবাগান এলাকায় আজ ভোর রাতে দুষ্কৃতকারীরা ছুরিকাঘাত করে এক ব্যক্তির গাড়ি ছিনতাই করেছে।
গাড়ির মালিক ৩২ বছর বয়সী কে এম রানা একজন রেন্ট-এ-কার ব্যবসায়ী।
দুষ্কৃতকারীরা রাত ৩টার দিকে কলাবাগানের লাজ ফার্মা সংলগ্ন এলাকায় রানার পিঠে ও পায়ে ছুরিকাঘাত করে তার সদ্য কেনা টয়োটা করোলা জি মডেলের গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
দ্য ডেইলি স্টারকে রানা বলেন, “গতকাল রাতে আমি অসুস্থ্ ছিলাম। লাজ ফার্মা থেকে ঔষধ কিনে আমার গাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর গাড়ির জানালায় টোকা দেয়ার শব্দ শুনি।”
“জানালা খোলা মাত্র আনুমানিক ছয়-সাতজন লোক আমাকে ছুরিকাঘাত ও মারধর করে। গাড়িটি নিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে,” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী-পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, গাড়ি ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Comments