কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাজধানীর কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের এ সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা শাহীন মোল্লা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল।

Comments