কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ (১ অক্টোবর) দুপুরে এক সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার শিকার সবাই ঘটনাস্থলে মারা যান।
তাৎক্ষিণকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র হাজারী দৈনিক প্রথম আলোকে বলেন, ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস উপজেলার নুড়িতলা এলাকায় দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
চান্দিনা খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারউল্লাহ মৃধা দৈনিকটিকে জানান, উদ্ধারকাজ চলছে এবং মৃত্যের সংখ্যা বাড়তে পারে।
Comments