কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় আজ ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন তালিকাভুক্ত ডাকাত নিহত হয়েছেন।
আমাদের কুষ্টিয়া সংবাদদাতা জানান, নিহত ব্যক্তি মতিউর রহমান মিন্টু (২৮) রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাসিন্দা।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, মিন্টু এবং তার সাত/আটজন সহযোগী কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে শিমুলিয়া বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ রাত সাড়ে ৩টা দিকে সেখানে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
এরপর, গুলিবিদ্ধ মিন্টুকে মাটিতে পড়ে থাকতে দেখলে তাকে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।
ঘটনাস্থল থেকে একটি শুটারগান, পিস্তল এবং চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
নিহত মিন্টুর বিরুদ্ধে রাজবাড়ি, কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলায় দুটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
Comments