কুড়িগ্রামে বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আজ শুক্রবার ভোরে কুড়িগ্রাম জেলার রৌমারি সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো একজন।
দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতা জানান, নিহত টুলু মিয়া (৬৫) এবং আহত সাইফুল হোসেন (৪৫) দুজনেই রৌমারি উপজেলার বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আতিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, তারা এর প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে একটি পতাকা বৈঠক হবে বলেও তিনি জানান।
Comments