কূটনৈতিক সুবিধার অপব্যবহার করায় জাগুয়ার গাড়ি আটক

শুল্ক গোয়েন্দা বিভাগ আজ রাজধানীর পিংকসিটির একটি বাড়ি থেকে কূটনৈতিক সুবিধার অপব্যবহারের দায়ে একটি জাগুয়ার গাড়ি জব্দ করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে গত ৩০ ডিসেম্বর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক ইমাম গাজ্জালীর নেতৃত্বে গোয়েন্দা দল পিংকসিটির একটি গ্যারেজে তল্লাশি চালায় এবং সেখান থেকে জাগুয়ার গাড়িটি উদ্ধার করে।
তদন্তের স্বার্থে ঐ বাড়ির বাসিন্দা বর্তমান ব্যবহারকারী তানিয়া রহমানের নিকট হতে গাড়িটি সাময়িকভাবে আটক করে শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে নিয়ে আসা হয়।
সিআইআইডি’র মহাপরিচালক মইনুল খান দ্য ডেইলি স্টারকে বলেন, দীর্ঘ অনুসন্ধানের পর শুল্ক গোয়েন্দা বিভাগ আজ আনুষ্ঠানিকভাবে গাড়িটি জব্দ করেছে।
আটককৃত গাড়িটির মডেল: Car (Saloon) JAGUAR 2002, চেসিস নং: SAJACO1171FM2285, ইঞ্জিন নং: MIZ-138922363 ও রেজি নং: ঢাকা মেট্রো ভ-১১-১৬২৫, তৈরির সন: ২০০২।
গাড়িটির শুল্কায়নযোগ্য মূল্য ১,৫৮৫,৪২১.৪৮ এবং শুল্ককরাদির পরিমাণ ২,৩৮২,৮৮৮.৪৭ টাকা।
সূত্র জানায়, আমদানির সময় দাখিলকৃত বিল অব এন্ট্রি (বি/ই) অনুযায়ী গাড়িটির কান্ট্রি অব অরিজিন দেখানো হয়েছে জার্মানি। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী কান্ট্রি অব অরিজিন চীন।
Comments