কোহলিদের জন্য কোচের দৌড়ে এগিয়ে শাস্ত্রী!
টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে যার নাম এখন জোরেশোরে শোনা যাচ্ছে তিনি রবি শাস্ত্রী। শচীন টেন্ডুলকারের অনুরোধে সোমবার তিনি এই পদের জন্য আবেদন জানানোর পর তাকেই কোচের দৌড়ে এগিয়ে রাখছেন অনেকে।
স্বয়ং টেন্ডুলকারের কথাতে শাস্ত্রী এই পদের জন্য আবেদন করেছেন শুধু সে কারণেই নয় ভারতের আরেক ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কারও শাস্ত্রীকেই কোহলিদের পরবর্তী কোচ হিসেবে দেখছেন। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।
গাভাস্কার বলেন, ২০১৪ সালে ইংল্যান্ডের কাছে হারের পর থেকেই শাস্ত্রীকে নিয়ে ভাবা হচ্ছে। তখন বিসিসিআই তাকে দলের পরিচালক পদের জন্য ডেকেছিল। এখন সে কোচের জন্য আবেদন করেছে। আমার ধারণা সে চাকরিটা পেতে চলেছে।
আর দলের ভেতরের সূত্রেও জানা যাচ্ছে শাস্ত্রীকেই সবচেয়ে বেশি পছন্দ কোহলি বাহিনীর।
৯ জুলাই পর্যন্ত কোচ হওয়ার আবেদন জানানোর সুযোগ রাখা হয়েছে। আগামী ১০ জুলাই মুম্বাইতে তাদের সাক্ষাৎকার নেবেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটি। এই কমিটিতে রয়েছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ।
আবার শাস্ত্রীর আবেদনটিও এসেছে শচীনের অনুরোধ থেকে। ফলে সাক্ষাৎকারে অন্য দুজন যাই করুক শচীন যে তাকেই এগিয়ে রাখবেন সেটা বলা বাহুল্য।
কুম্বলের ছেড়ে দেওয়া পদটির জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে আরও রয়েছেন বীরেন্দ্র শেহবাগ, লালচাঁদ রাজপুত, টম মুডি, রিচার্ড বপাস ও দোদ্দা গণেশ।
শাস্ত্রী বাদে অন্য প্রতিদ্বন্দ্বীদেরকেও খাটো করছেন না গাভাস্কার। এক্ষেত্রে অবশ্য তিনি শাস্ত্রীর অভিজ্ঞতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। গাভাস্কার বলেন, “সানরাইজ হায়দ্রাবাদের সাথে থেকে চমৎকার কাজ করেছেন শেহবাগ ও মুডি। তারা প্রার্থী হলেও রবির অভিজ্ঞতা রয়েছে। সে আগেও দলের সাথে ছিল। তাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো।”
Comments