কোহলির সাথে কথা বলেই কোচ ঠিক করা হবে: সৌরভ

ভারতের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে নাটকীয়তা যেন পিছু ছাড়তে চাইছে না। দলের মতামত বিশেষ করে অধিনায়কের সাথে কথা বলে গতকাল অনীল কুম্বলের উত্তরসূরি বাছাইয়ের কথা বলে দেশটির ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) বলছে সিদ্ধান্ত নিতে তাঁদের আরও কিছু দিন সময় প্রয়োজন।
দলের অধিনায়কের সাথে বনিবনা না হওয়ার কারণেই সরে দাঁড়াতে হয়েছে অনীল কুম্বলেকে। এই ঘটনার পুনরাবৃত্তি আর কোনভাবেই চাইছেন না সৌরভ-শচীনরা। কিন্তু সমস্যাটা হয়েছে কোহলিকে নিয়েই। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের অনেকের সাক্ষাতকার নিয়েছে উপদেষ্টা কমিটি। কিন্তু কোহলির সাথে এটা না হয়ে ওঠায় এখন অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।
নতুন কোচের নাম ঘোষণা পিছিয়ে যাওয়ার কথা বলে গতকাল ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন তাঁদের সিদ্ধান্ত নিতে বিরাট কোহলির মতামত নেওয়া জরুরি। সৌরভ বলেন, “অধিনায়কের বোঝা উচিত কোচরা কিভাবে কাজ করেন।”
কোচ নেওয়া হবে ঘোষণা দিয়ে আবেদন করার জন্য ৪৭ দিনের মত সময় দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। শেষ সময়ে এসে শচীনের অনুরোধে রবি শাস্ত্রীও এই পদের জন্য আবেদন করেছেন। এর পর যখন গাভাস্কার বলেন সম্ভাব্য কোচ হিসেবে তিনি শাস্ত্রীকে দেখছেন তখন থেকেই আলোচনাটা নতুন বেগ পায়।
কিন্তু কোচ নির্ধারণ হয়ে গেছে এমন কথা মানতে নারাজ সৌরভ। তিনি বলেছেন তারা শুধু প্রার্থীদের সাথে কথা বলেছেন, কোন সিদ্ধান্ত হয়নি। দলের কয়েকজনের সাথে কথা বলে বিশেষ করে অধিনায়কের সাথে আলোচনা হওয়ার পরই ক্রিকেট উপদেষ্টা কমিটি এ ব্যাপারে চূড়ান্ত রায় দিবে। আর নতুন কোচের সাথে ২০১৯ এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে। সে কারণেও কোন তাড়াহুড়ার মধ্যে যাচ্ছেন না তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comments