ক্রিকেটার সানিকে কারাগারে প্রেরণ
নারী ও শিশু নির্যাতন মামলায় ক্রিকেটার আরাফাত সানির রিমান্ড ও জামিন আবেদন উভয়ই খারিজ করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
সানিকে আদালতে হাজির করার পর আজ ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এই আদেশ দেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান সানিকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদন খারিজ করে সানিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
গত ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় জাতীয় দলের এই স্পিনারের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন তাঁর স্ত্রী বলে দাবিদার নাসরিন সুলতানা নামের এক তরুণী।
২০১৪ সালের ৪ ডিসেম্বর সানির সঙ্গে তাঁর বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে নাসরিন অভিযোগ করেন, তাঁদের বিয়ের ছয় মাস পর সানির মা নার্গিস আখতারের নির্দেশে সানি তাঁর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাঁর ওপর নির্যাতন করা হয়।
সানির বিরুদ্ধে নাসরিন দু’টি মামলা দায়ের করেছেন। এর মধ্যে একটি অনলাইনে হুমকি এবং অন্যটি যৌতুক নিয়ে। গত ২২ জানুয়ারি সানিকে গ্রেফতার করে পুলিশ।
Comments