খুলনায় ৫ সন্দেহভাজন যুদ্ধাপরাধী গ্রেফতার

khulna_war_criminals
পৃথক অভিযানে খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে পাঁচজন সন্দেভাজন যুদ্ধাপরাধীকে গ্রেফতার করে পুলিশ। ছবি: ইউএনবি

পৃথক অভিযানে খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে গতরাতে পাঁচজন সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার গাঁওঘারা গ্রামের আফসার আলীর ছেলে আশরাফ শেখ, চারখালি গ্রামের এমদাদ আলীর ছেলে আমজাদ হোসেন, সুন্দরমহাল গ্রামের হাশেম শেখের ছেলে আতিয়ার শেখ, কিমত লক্ষ্মীখোলা গ্রামের রহমতউল্লাহর ছেলে মোত্তাসিন বিল্লাহ এবং বিরাত গ্রামের জবির উদ্দিন বলদারের ছেলে কামালউদ্দিন বলদার।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুলিশ গতরাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামীকে গ্রেফতার করে।

পরে, তাদেরকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়।

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

36m ago