গণহত্যা দিবস: জাতিসংঘের কাছে আবেদন এ মাসেই

genocide-day
রাজধানীতে আজ এক সংবাদ সম্মেলনে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক (ডান থেকে দ্বিতীয়)। ছবি: তুষার শুভ্র অধিকারী

২৫ মার্চকে `গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এ মাসেই বাংলাদেশ সরকার জাতিসংঘের কাছে আবেদন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক।

আজ গণহত্যা দিবসের অনুষ্ঠানসূচি ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী গত সোমবার মন্ত্রিসভাকে জানিয়েছিলেন যে গণহত্যা দিবস বিষয়ে একটি চিঠি ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। সেই চিঠি এ মাসেই জাতিসংঘে পাঠানো হবে।”

এর আগে, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বিভাগ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়। ১৯৭১ সালের এদিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানি দখলদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নির্বিচারে গণহত্যা শুরু করে।

দিবসটি যথাযাগ্য মর্যাদায় পালন করার জন্য এ বছরই প্রথম অনুষ্ঠানমালা হাতে নিয়েছে সরকার।

পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরতে ২৫ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

এছাড়াও, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই দিনে সারা দেশে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

16m ago