গুয়ামে হামলার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করল উ. কোরিয়া
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক ঘাঁটি গুয়ামের চারপাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে উত্তর কোরিয়াকে ‘রোষানলে’ পড়তে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর হামলার পরিকল্পনা প্রকাশ করল দেশটি।
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলেছে মার্কিন গোয়ান্দাদের বরাতে ওয়াশিংটন পোস্টে খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখোমুখি হওয়ার জন্য হুশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, “উত্তর কোরিয়াকে এমন রোষানলে পড়তে হবে বিশ্ববাসী যা আগে কখনো দেখেনি।”
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রকেট কমান্ডের প্রধান বলেন, গুয়াম দ্বীপের চারপাশের সাগরে চারটি হোয়াংসং-১২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা শুরু তার শুরু করেছে। ক্ষেপণাস্ত্রগুলো জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে সেখানে পৌঁছাবে।
গুয়ামে যুক্তরাষ্ট্রের সাত হাজার সেনা রয়েছেন। ছোট এই দ্বীপে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের বোমারু বিমানসহ পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে এখানে। গুয়ামে এক লাখ ৬০ হাজার মানুষের বসবাস।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কমান্ডার বলেন, আগামী সপ্তাহ খানেকের মধ্যে তারা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলবেন। এর পর হামলার জন্য কিম জং উনের অনুমোদন চাওয়া হবে। তিনি আরও জানান, তাদের ক্ষেপণাস্ত্রগুলো গুয়াম থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে সাগরের পানিতে গিয়ে পড়বে।
Click here to read the English version of this news
Comments