চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযানকালে গ্রেনেড হামলায় পুলিশ আহত

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় জঙ্গি সংগঠন নব্য-জেএমবির একটি আস্তানায় আজ অভিযান চালিয়েছে পুলিশ।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় জঙ্গি সংগঠন নব্য-জেএমবির একটি আস্তানায় আজ অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানকালে জঙ্গিরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়লে একজন পুলিশ পরিদর্শক আহত হন।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা বলেন, “পুলিশের অভিযান চলাকালে জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডের স্প্লিন্টার লেগে সীতাকুন্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক আহত হন।”

পুলিশের বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, সীতাকুন্ডের প্রেমতলা এলাকায় সন্দেহভাজন নব্য-জেএমবিদের আস্তানা পুলিশ দুপুর ৩টার দিকে ঘেরাও করলে তাঁদের ওপর জঙ্গিরা হামলা চালায়।

এসময় জঙ্গিরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে চারটি গ্রেনেড ছোঁড়ে।

উল্লেখ্য, উপজেলার লামার বাজার এলাকা থেকে আটক সন্দেহভাজন জঙ্গি দম্পতির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালায়।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago