ভালো করেছে মেয়েরা
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে।
মেয়েদের মধ্যে পাশের হার ৭০.৪৩ শতাংশ। আর ছেলেরা পাশ করেছে ৬৭.৬১ শতাংশ। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
২০১৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৬৮.৯১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই হার গত বছরের তুলনায় ৫ দশমিক ৭৯ শতাংশ কম। সর্বোচ্চ ফল জিপিএ ৫ পেয়েছে ৩৭,৭২৬ জন।
এদিকে বেলা ১টায় ফলাফলের বিস্তারিত জানাতে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করা হবে। এর পরই পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
Comments