ছয় বছরের লরির জন্য শোকস্তব্ধ ফুটবল বিশ্ব

মাত্র ছয় বছর বয়সে চলে যাওয়া সান্ডারল্যান্ডের সমর্থক ব্র্যাডলি লরির জন্য কাঁদছে গোটা ফুটবল বিশ্ব। ক্যানসারের সাথে ১৮ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার পর গত শুক্রবার মায়ার বাঁধন ছিন্ন করেছে সে।
মৃত্যুর খবরটা তার পরিবারের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়। ব্র্যাডলির ফেসবুক পেইজে এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “আমার সাহসী ছেলে তার মা-বাবার কোল থেকে আজ ০৭/০৭/১৭ দুপুর ১টা ৩৫ মিনিটে দেবদূতদের সাথে চলে গেছে। পরিবারের সবাই এসময় তার পাশে ছিল।”
“আমরা কতটা শোকগ্রস্ত তা বোঝানোর মত কোন ভাষা নেই।”
গত বৃহস্পতিবারই ইংলিশ স্ট্রাইকার জেরমিয়ান ডেফো খবরটি দিয়েছিলেন। তিনি জানান তার ‘বেস্ট ফ্রেন্ড’ ব্র্যাডলির দিন ফুরিয়ে এসেছে। যে কোন সময় সে পৃথিবীর মায়া ছাড়বে। এই কথা বলেই ডুকরে কেঁদে উঠেছিলেন তিনি।
সান্ডারল্যান্ডের স্ট্রাইকার জেরমিয়ান ডেফোর সাথে বন্ধুত্ব থেকে গত প্রিমিয়ার লিগের আইকন হয়ে ওঠে ব্র্যাডলি। তার মৃত্যুতে এখন শোকস্তব্ধ পুরো দল। ব্র্যাডলিকে নিয়ে তারা একটি শোকবার্তা প্রকাশ করেছে।
নিউরোব্লাস্টোমা নামে একটি বিরল ক্যান্সারে আক্রান্ত ছিল ব্র্যাডলি। বাড়িতেই তার চিকিৎসা চলছিল।
Comments