ঢাকা থেকে সবচেয়ে বেশি ফেসবুকে

সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যার দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যার দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েহে ব্যাংকক ও মেক্সিকো সিটি। এর পরই ঢাকার অবস্থান।

আর দেশ হিসেবে ২১ কোটি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী নিয়ে অন্য সবাইকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। ১৯ কোটি ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান উই আর স্যোশাল ও হুটসুট এর যৌথ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

‘ডিজিটাল ইন ২০১৭ গ্লোবাল ওভারভিউ’ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন। আর ঢাকা থেকে দেড় কোটির বেশি মানুষ ফেসবুকে সক্রিয়।

প্রতিবেদনটিতে ইন্টারনেট ব্যবহারে বৃদ্ধির পাশাপাশি, মোবাইল ফোন, স্মার্টফোন, ব্রডব্যান্ড ও অনলাইন শপিংয়ের বৈশ্বিক চালচিত্রও তুলে ধরা হয়েছে। তাঁরা বলছেন,

-- বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করেন;

-- পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ মানুষের হাতেই এখন মোবাইল ফোন রয়েছে;

-- ওয়েব ট্রাফিকের অর্ধেকেরও বেশি এখন আসে মোবাইল ফোন থেকে;

-- বিশ্বের অর্ধেকের বেশি মোবাইল সংযোগই এখন ব্রডব্যান্ড;

-- গত এক মাসে সারা বিশ্বের প্রতি পাঁচ জনে একজনের বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের চালচিত্র

২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বেড়েছে ২০ শতাংশ। এর মধ্যে ফেসবুকে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী যুক্ত হয়েছেন। গত এক দশক ধরেই ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় শীর্ষ অবস্থানে রয়েছে ফেসবুক।

রিপোর্টটিতে আরও বলা হয়েছে, বিশ্বে পায় দুইশ’ ৮০ কোটি মানুষ মাসে একবার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এর মধ্যে ৯১ শতাংশই করেন মোবাইল ডিভাইস থেকে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
No hartal and blockade on Sunday

No hartal and blockade on Sunday

BNP has refrained from calling any programmes on Sunday marking International Human Rights Day

3h ago