দেশে দুর্লভ প্রজাতির ব্যাঙের সন্ধান

Frog
এই প্রথম বাংলাদেশে একটি দুর্লভ প্রজাতির ব্যাঙ গারবিলস স্টিম ফ্রগের দেখা মিলেছে, ছবি: একাত্তর টেলিভিশন

এই প্রথম বাংলাদেশে একটি দুর্লভ প্রজাতির ব্যাঙের দেখা মিলেছে। দেশে কর্ণফুলী নদীর তীর বরাবর মিশ্র চিরসবুজ বনাঞ্চলে দীর্ঘদিন জরিপের পর এই প্রজাতির ব্যাঙের দেখা মিলল।

এদের মোটা খসখসে সবুজ চামড়ার ওপর মেটে রঙের ছোপছোপ দাগ রয়েছে আর পেটের অংশ সাদা। এ বিষয়ে গবেষনার পর জানা গেছে ব্যাঙের এই প্রজাতির বৈজ্ঞানিক নাম আমোলোপস গারবিলাস। এরা আমফিবিয়া শ্রেণির রানিদা পরিবারের অর্ন্তভুক্ত। এদের ইংরেজি নাম গারবিলস স্টিম ফ্রগ।

কবির বিন আনোয়ারের নেতৃত্বে রিভার অ্যান্ড লাইফ কোয়েস্ট প্রোগ্রামের অধীনে একটি অনুসন্ধানীদল রাঙামাটির বরকল উপজেলার একটি সংরক্ষিত বনে এই নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পান। কবির বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে মহাপরিচালক পদে কর্মরত রয়েছেন।

গত ১৬ জানুয়ারি কবির ও তাঁর দলের অন্যান্য সদস্য রাজিব, হোসেন সোহেল, ফজলে রাব্বি এবং শাকিল অরণ্য মিলে বরকলের এই সংরক্ষিত বনে একটি খাড়া ঝর্ণার কাছে এই প্রজাতির ব্যাঙ দেখতে পান। এরপর, তারা এদের জীবন প্রণালী ও বসবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য নথিভুক্ত করেন। এদের ওপর ভিডিও ও স্থিরচিত্রও ধারণ করেন গবেষক দলের সদস্যরা।

ভারত ও মায়ানমারের পাহাড়ি ঝর্ণার ধারে মূলত এসব স্টিম ফ্রগের বসবাস। উত্তর ও উত্তর-পূর্ব ভারত, তিব্বত এবং মায়ানমার এদের আদি আবাসভূমি। এর আগে ভারতের অরুণাচল প্রদেশে এ প্রজাতির ব্যাঙের উপস্থিতি রেকর্ড করা হয়েছিল। বনের ভেতর প্রবাহমান ঝর্ণায় এরা বংশবিস্তার করে। তবে এদের সম্পর্কে এখনো বিশদ কিছু জানা যায়নি।

দেশে এই প্রজাতির ব্যাঙের আবিস্কারের ফলে এখন স্টিম ফ্রগের আবাসস্থল হিসেবে বাংলাদেশের নামও থাকবে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে। তবে এদের জীবনচক্র, ইতিহাস এবং আবাসস্থল সম্পর্কে আরো গবেষণার প্রয়োজন।

এই প্রথম বাংলাদেশে একটি দুর্লভ প্রজাতির ব্যাঙ গারবিলস স্টিম ফ্রগের দেখা মিলেছে, ছবি: একাত্তর টেলিভিশন




Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago