দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ: হাইকোর্ট

gas burner

গত ১ জুন থেকে গৃহস্থালি কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিতীয় দফা বৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বিচারপতি জিন্নাত আরা এবং বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে আজ (৩০ জুলাই) এ রায় দেন।

এছাড়াও, গ্রাহকদের কাছ থেকে গত জুন এবং জুলাই মাসে নেওয়া বাড়তি টাকা মওকুফ করে দিয়েছেন হাইকোর্ট।

আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী ১ আগস্ট থেকে গ্যাস ব্যবহারকারীদের এক চুলার জন্যে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্যে ৮০০ টাকা দিতে হবে।

তিনি আরও বলেন, কারখানা ও অন্যান্য কাজে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-কে হাইকোর্টের এই আদেশ আগামী ১ আগস্ট বিজ্ঞপ্তি আকারে প্রচারের জন্যেও বলা হয়েছে বলে সাইফুল আলম উল্লেখ করেন।

উচ্চ আদালতের রায়ের বরাত দিয়ে তিনি বলেন, বিইআরসি গত ২৩ ফেব্রুয়ারি গ্যাসের দাম দ্বিতীয় দফা বৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছিল তা অবৈধ। কেননা, একই অর্থ-বছরে গ্যাসের দাম দুবার বাড়ানোর আইনগত ক্ষমতা প্রতিষ্ঠানটির নেই।

উল্লেখ্য, বিইআরসি গত ২৩ ফেব্রুয়ারি ব্যবহারকারীদের জন্যে গ্যাসের দাম ২২.৭ শতাংশ বৃদ্ধি করে এবং তা দুই দফায় বাস্তবায়ন করা সিদ্ধান্ত নেয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago