নরসিংদীতে ভাইয়ের হাতে প্রাণ গেল ৩ ভাইবোনের
নরসিংদীর সদর উপজেলায় এক ভাই তার ছোট তিন ভাইবোনকে শ্বাসরোধ করে হত্যা ও বড়ভাইকে কুপিয়ে আহত করেছে। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো সালাউদ্দিনের উদ্ধৃতি দিয়ে আমাদের জেলা প্রতিনিধি জানান, নিহতরা হলেন, ইয়াসিন (১২), মরিয়ম (৬) ও মার্জিয়া (৩)।
পুলিশ জানায়, আলুকবালি গ্রামে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রুবেল (২৩) তার ঘুমন্ত ভাইবোনের কক্ষে ঢুকে তিন জনকে শ্বাস রোধ করে হত্যা করে।
ঘাতক রুবেল তার বড় ভাই আতিকুর রহমানকেও (২৫) কুপিয়েছে। রহমান পেশায় একজন মাদরাসা শিক্ষক।
রুবেল দারুলসুন্নত ইসলামিয়া মাদরাসায় গিয়ে তার ভাই রহমানকে গিয়ে মায়ের অসুস্থতার কথা বলে। গ্রামে পার্শ্ববর্তী একটি মসজিদের সামনে পৌঁছালে রুবেল তাকে কোপাতে শুরু করে বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, রহমানের চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা রাত ১০টার দিকে রুবেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুধুমাত্র বাবাকে বাদে পরিবারের সবাইকে রুবেল হত্যা করতে চেয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ওসি বলেছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
Comments