পরশুরাম সীমান্তে ঘানার নাগরিক আটক

ফেনীর পরশুরামের ভারতীয় সীমান্ত এলাকা থেকে আমেকো গডফ্রেড (৪৭) নামের ঘানার এক নাগরিককে আটক করেছে পুলিশ।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী জানান, রোববার সকালে পুলিশের একটি টহলদল পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় একজন বিদেশী নাগরিককে ঘুরাফেরা করতে দেখে এগিয়ে যায়।
পরে তাঁকে থানায় নিয়ে আসার পর তাঁর পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র দেখে জানা যায়, তিনি ঘানার নাগরিক। ঘানা থেকে তিনি ভারতে আসেন। সেখান থেকে অবৈধভাবে রাতের বেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
সকালে সড়কের পাশে গাড়ির জন্য অবস্থান করছিলেন গডফ্রেড। পুলিশের হাতে আটক না হলে তিনি হয়তো গাড়িতে চড়ে ফেনী বা অন্য কোথাও চলে যেতেন।
ওসি আরও জানান, রোববার বিকেলে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে পরশুরাম থানায় একটি মামলা করা হয়েছে এবং তাঁকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে পরশুরামের ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই দফায় চারজন নাইজেরীয়কে গ্রেফতার করে পুলিশ।
Comments