শীর্ষ খবর

প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মা আর নেই

চলে গেলেন বিশিষ্ট প্রকৃতিপ্রেমী ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মা। তিনি আজ (১৫ সেপ্টেম্বর) ভোরে ৮৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।
dwijen sharma
অধ্যাপক দ্বিজেন শর্মা। ছবি: ফাইল ফটো

চলে গেলেন বিশিষ্ট প্রকৃতিপ্রেমী ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মা। তিনি আজ (১৫ সেপ্টেম্বর) ভোরে ৮৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।

তাঁর একজন ছাত্র ইমরান জানান, অধ্যাপক শর্মা আজ ভোর ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বার্ধক্যজনিত জটিলতার কারণে গত ৩০ আগস্ট তিনি বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি হয়েছিলেন। তাঁকে গত বৃহস্পতিবার স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়।

দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শিমুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্যে তাঁকে ১৯৮৭ সালে বাংলা একাডেমি এবং ২০১৫ সালে একুশে পদকে ভূষিত করা হয়।

তাঁর উল্লেখযোগ্য বইগুলো মধ্যে রয়েছে “শ্যামলী নিসর্গ”, “সমাজতন্ত্রে বসবাস”, “জীবনের শেষ নেই”, “ফুলগুলো যেন কথা”, “বিজ্ঞানশিক্ষা ও দায়বদ্ধতার নিরিখ” এবং “নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা”।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

1h ago