প্রথম টেস্টে কিউইদের ৭ উইকেটে জয়

সব অর্জনই যেন বিফলে গেল বেসিন রিজার্ভের মাঠে। স্বাগতিকদের ওপর সফরকারীদের চারদিনের প্রাধান্য শেষ বেলায় এসে দেখা দিল ভিন্ন রূপে।
Kane-Williamson
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে মারমুখি ভঙ্গিতে নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন, ছবি: এএফপি

সব অর্জনই যেন বিফলে গেল বেসিন রিজার্ভের মাঠে। স্বাগতিকদের ওপর সফরকারীদের চারদিনের প্রাধান্য শেষ বেলায় এসে দেখা দিল ভিন্ন রূপে।

সফরকারী বাংলাদেশ দলের প্রথম ইনিংসের রেকর্ড ৫৯৫ রান কোন প্রভাবই ফেললো না স্বাগতিক নিউজিল্যান্ডের বিজয়ে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সোমবার সাত উইকেটে সফরকারীদের হারিয়ে দিল কিউইরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন বাংলাদেশ একমাত্র দেশ যে প্রথম ইনিংসে ৫৯৫ রানের পাহাড় গড়েও ম্যাচে হেরে যায়।

১২২ বছর আগে ১৮৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৮৬ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই খেলায় সফরকারীরা জিতেছিল ১০ রানে।

এদিকে, বেসিন রিজার্ভে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের ৫৭ ওভারে ২১৭ রানের লক্ষ্য ধরে দেওয়া হয়।

এর জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের চর্চা করেন রস টেলর ও কেন উইলিয়ামসন। টেলর ৬০ রানে আউট হয়ে গেলে হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। ক্যারিয়ারের ১৮তম ম্যাচে ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি। উইলিয়ামসনের ব্যাটিংয়ের জোরে কিউইরা ৩৯.৪ ওভারেই তুলে করে নেয় প্রয়োজনীয় রান।

বাংলাদেশ দলের দুই ‘ভরসা’ মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের ইনজুরি দলকে ভুগিয়েছে বেশ।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

44m ago