ফরহাদ মজহার অপহৃত হননি: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক আজ দাবি করেছেন ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছিলেন ও ঢাকায় ফিরছিলেন।
আদাবর থানার বাইরে স্ত্রী ফরিদা আক্তার ও মেয়ে চৌমতলি হকের সাথে ফরহাদ মজহার। ছবি: রাশেদ সুমন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক আজ দাবি করেছেন ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছিলেন ও ঢাকায় ফিরছিলেন।

আজ বিকালে পুলিশ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে ফরহাদ মজহারকে কেউ অপহরণ করেনি।

গত ৪ জুলাই ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া জবানবন্দিতে ফরহাদ মজহার বলেন, ৩ জুলাই ভোরে তিনি তার আদাবরের বাসা থেকে ওষুধ কিনতে বের হওয়ার কয়েক মিনিট পর অজ্ঞাত কিছু ব্যক্তি তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ বেঁধে ফেলে।

ওই একই দিন রাত সাড়ে ১১টায় আইন শৃঙ্খলা বাহিনী যশোরের নওয়াপাড়ায় থেকে একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

A mindless act shatters a family's dreams

Family now grapples to make ends meet after death of sole earner in Gazipur train attack in December last year

1h ago