ফোর জি’র জন্য প্রস্তুতি নিচ্ছে মোবাইল অপারেটররা

চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক (ফোর জি) চালুর প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের মোবাইল অপারেটররা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়া মাত্রই নতুন প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তারা।
গত কয়েক মাস আগে দেশের শীর্ষ তিন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, ও বাংলালিংক তাদের এক প্রযুক্তি অংশীদারের সাথে ফোর জি নেটওয়ার্ক পরীক্ষা করেছে। এতে তারা প্রতি সেকেন্ডে ৫০ থেকে ১০০ মেগাবিট পর্যন্ত ডাটা আপলোড ও ডাউনলোড গতি পেয়েছে। এই গতি দেশে বিদ্যমান থ্রি জি নেটওয়ার্কের চেয়ে অনেক বেশি।
প্রযুক্তি সরবরাহকারী আরেকটি প্রতিষ্ঠান ফোর জি স্পেকট্রামের ব্যবহারের বিভিন্ন পদ্ধতি নিয়ে মোবাইল অপারেটর ও বিটিআরসির সঙ্গে কাজ করছে।
প্রস্তুতি হিসেবে রবি তাদের সব সিম কার্ড ফোর জি উপযোগী করার কাজ শুরু করেছে। নতুন সেবার লাইসেন্স পাওয়া মাত্র তারাও ফোর জি নেটওয়ার্ক চালু করতে চায়। সিম ফোর জি উপযোগী করতে বিটিআরসির কাছে অনুমতি চেয়েছে বাংলালিংকও।
আর গ্রামীণফোন গত বছরই ঘোষণা করে, চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক চালু করতে তারা প্রস্তুত রয়েছে। তাদের এক কর্মকর্তা জানান, থ্রি জি নেটওয়ার্কের জন্য ১১ হাজার সাইটের সবগুলোই ফোর জি নেটওয়ার্ক সরবরাহে সক্ষম।
মোবাইল অপারেটররা গত বছর থেকেই ফোর জির জন্য প্রস্তুতি শুরু করলেও বিটিআরসির একটি সিদ্ধান্ত এই কাজে গতি এনেছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি ফোর জি লাইসেন্সের নীতিমালা তৈরির কাজ শুরু করেছে। এই লাইসেন্স বরাদ্দের জন্য নিলামের ব্যবস্থা করবে তারা।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, দায়িত্বপ্রাপ্ত বিভাগ নীতিমালা তৈরির কাজ করছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এটি উপস্থাপন করা হতে পারে। যাদের থ্রি জি লাইসেন্স রয়েছে তারা সবাই নতুন লাইসেন্স পাওয়ার উপযুক্ত বিবেচিত হবে বলে যোগ করেন তিনি।
Comments