বন্যার পর এবার হাকালুকি হাওরে মরছে মাছ

হাকালুকি হাওরের পানিতে ভাসছে মরা মাছ। ছবি: মিন্টু দেশোয়াড়া

আকস্মিক বন্যায় হাকালুকি হাওরের ধান ডুবে যাওয়ার পর এবার সেখানকার মাছও মরতে শুরু করেছে। পানিতে ভেসে ওঠা পচা মাছের দুর্গন্ধে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে হাওর এলাকায়।

ফসল ঘরে তোলার মাত্র কয়েক সপ্তাহ আগে বন্যায় কৃষকের সর্বনাশ হওয়ার পর মাছ মরে যাওয়ার ঘটনা স্থানীয় লোকদের জীবিকায় মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে।

ভুকশিমুল ইউনিয়নের রমিজ উদ্দিনের ধান বন্যার পানিতে ডুবে নষ্ট হয়েছে। ভেবেছিলেন মাছ ধরে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিবেন। কিন্তু মাছ মরতে শুরু করার পর দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তিনি বলেন, “বন্যায় ফসল হারিয়েছি। ভেবেছিলাম হাওরের মাছ ধরে কোনমতে বেঁচে যাবো। কিন্তু এখন সব মাছ মরে যাচ্ছে।”

কুলাউড়ার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো সুলতান মাহমুদ জানান—পুটি, টেংরা, ভেদা, বাইলা, বোয়ালের পোনা, পাবদা ও রুই মাছ মরে যাচ্ছে। মরা মাছ ভেসে উঠে পচতে শুরু করেছে।

আধা পাকা ধান ও মাছ পচে পুরো এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ তৈরি হয়েছে। হাওরের পানির অবস্থাও খারাপ হয়ে পড়েছে।

হাওরের মরা মাছ পরীক্ষা করে দেখছেন স্থানীয় মৎস্য কর্মকর্তা। ছবি: মিন্টু দেশোয়াড়া

তিনি জানান, পানিতে এসিডের পরিমাণও বেড়ে গেছে। স্বাভাবিক অবস্থায় হাওরের পানির পিএইচ ৭.৫ থেকে ৮.৫ এর মধ্যে থাকলেও এখন এর ভারসাম্য নষ্ট হয়ে পিএইচ ৫.৮ এ নেমে এসেছে।

তার মতে ফসলে ব্যবহার করা কীটনাশক পানিতে মিশে যাওয়ায় মাছ মরছে।

ভুকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মনির আহমেদ বলেন, “পুরো এলাকায় মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। অবস্থা এমন যে নিশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে যাচ্ছে।”

এই অবস্থায় হাওরে মাছ না ধরার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and suppress political dissent.

5h ago